আমি আমার কম্প্রেটিটিভ কিওয়ার্ড এর র্যাংক করার জন্য পারসোনালী যে সকল প্রবাহমান অথরিটি ব্যাকলিংক ইউস করেছি, সেগুলা আপনাদের সামনে তুলে ধরা হলে কেমন বোধ করবেন?
আপনাদের ভাগ্য সত্যি অনেক ভাল আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি–
1. Give Testimonials
কোম্পানীগুলো অনেক পছন্দ করে থাকে তাদের গ্রাহক প্রশংসাপত্র দেখানোর জন্য।
আপনি যদি এমন একটি পণ্য বা পরিষেবা ব্যবহার করেন যা আপনি পছন্দ করেন,তখন তাদের একটি প্রশংসাপত্র পাঠাতে বিবেচনা করুন। যখন আপনি এটা করবেন, নিশ্চিত থাকুন যে তারা এটি তাদের হোমপেজে অথবা একটি প্রশংসাপত্র পৃষ্ঠাতে রাখতে পারে।
তারা দেখানোর জন্য যে আপনি একটি সক্রিয় ব্যক্তি, তারা আপনার জন্য আপনার সাইটে একটি লিঙ্ক তৈরি করবে … এমনকি আপনাকে জিজ্ঞাসা করা ছাড়া।
কোনরকম ভুল করবেন না, আপনি প্রশংসাপত্র থেকে কিছু ব্যাকলিংক পেতে পারেন।
(এখানে একটি DA89 ওয়েবসাইট):
এবং এখানে একটি DA86 সাইটের একটি প্রশংসাপত্র পৃষ্ঠার আরেকটি উদাহরণ:
যখন আমি দেখব একটি অথোরিটি অয়েবসাইট হতে টেস্টমনিয়াল লিংক পাচ্ছি তখন আমি মাঝে মাঝেই তাদের থেকে প্রোডাক্ট কিনে থাকব, তারা আমাকে একটি টেস্টমনিয়াল লিংক দিবে এবং একটি লিংক পাব।
2. Find Golden Link Opportunities From “Best Of” Blog Posts
আমরা ইতিমধ্যে জানি বর্তমানে অনেক পরিমানে স্প্যামিং লিংকবিল্ডিং বেরে গেছে তাই আমরা তেমন সুফল পাচ্ছি না।
এখন আপনাদের দেখাবো কিভাবে অনেক ভাল লিংক পাওয়া যেতে পারে অনেক ভাল ব্লগ পোস্ট করার মাধ্যমেঃ
কিভাবে তাদের খুজে পেতে পারি?
প্রশ্ন হলো কিভাবে এটা করব?
প্রথম কাজ হলো ইমেইল আউটরিচ করা।
কোয়ালিটি ব্লগ পোস্ট এর মাধমে আপনি অনেক ভাল একটি লিংক পেতে পারেন। নিচে একটি আদর্শ ব্লগ পোস্ট এর টেমপ্লেট দেখানো হলোঃ
আপনাকে ভাল ব্লগ পোস্ট সাইট খুজে বের করতে এবং আইডিয়া পেতে নিচের সার্চ স্ট্রিং ব্যবহার করতে হবে-
এভাবে আপনি গুগল এ সার্চ করে অনেক কোয়ালিটি ব্লগ পাবেন।
এবং তারপর আপনার কাজ হলো সেই ব্লগ লিস্ট গুলো সংগ্রহ করে রাখা এবং ইমেইল আউটরিচ এর মাধ্যমে অনেক ভাল লিংক পেতে পারি।
3-Blogger Reviews
আপনার যদি সফটওয়্যার প্রোডাক্ট, ইনফরমেশন প্রোডাক্ট,কনসাল্টিং সার্ভিস অথবা যেকোন সার্ভিস থাকে যার বিক্রি মুল্য আছে, আপনি সহজেই সেটার জন্য উচ্চমানের ব্যাকলিংক চালু করতে পারেন।
কিভাবে করবেন?
১। আপনার নিস রিলেটেড ব্লগারদের খুজে বের করুন যারা আপনার ব্যাপারে আগ্রহী হতে পারে। আপনি যদি এমন একটি তথ্য পণ্য বিক্রি করেন যা মানুষকে নিজের সাবানগুলি কিভাবে তৈরি করতে শেখায়, গুগল থেকে ধারনা নিতে পারেন যেমন, সাবান মেকিং,সানান মেকিং এট হোম, ইত্যাদি।
২। আপনি এমন কিছু সাইট খুজে বের করুন যাদের সাইট, mommy bloggers, hippie bloggers এই জাতীয়।
বড় অথোরিটি সাইট এবং নিউজ সাইট আগেই বাতিল করেদিন,আপনাকে একটী সঠিক লিস্ট করতে হবে ,যারা কিনা আপনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।
৩।তাদের কে ইমেইল করতে থাকুন এই রকমভাবেঃ
Hey [Site Owner Name],
I was searching for [Some Homemade Soap Recipes] today when I came across [Website].
Awesome stuff!
Actually, I just launched a guide that [Teaches People How To Make Luxury Soaps At Home]. I usually charge [$X], but I’d be more than happy to send it over to you on the house. All I’d ask is that you’d consider mentioning it on your blog or writing a review.
Let me know how that sounds.
Cheers,
[Your First Name]
4. Link Roundups
5. Link Reclamation
এই অংশটুকু পরে আপডেট করা হবে।
6. Create (And Promote) a Scholarship
আমরা সবাই জানি এডু লিংক একটা বোম্ব
যদি আপনি এমন কিছু করতে পারেন, যেগুলাতে বিশ্ববিদ্যালয়গুলি লিংক করাতে চাই, তাহলে আপনি সোনার খনি পেয়ে যাবেন- তারা খোজে কারা বৃত্তি প্রদান করতে চাই।
Chris Dreyer তার ক্লাইন্ট এর জন্য ৯০ এডু লিংক তৈরি করেছে-
এখন আমরা জানব কিভাবে এটা করা যায়ঃ
১। একটি স্কলারশিপ পেজ তৈরি করুন, যেখানে বিস্তারিত থাকবে স্কলারশিপ এর ব্যাপারে।
যেমনঃ
২। যেসমস্ত ভার্সিটির স্কলারশিপ পেজ আছে তাদের খুজে বের করুন।
inurl:.edu “scholarships”
৩। তাদেরকে মেইল করার মাধ্যমে জানান আপনার স্কলারশিপ এর ব্যাপারে।
Hello [Name],
I’m excited to let you know about a new scholarship opportunity for [School] students.
Our scholarship is called “[Name]“, and it’s designed to help [Brief Description].
Here is a brief list of our requirements:
[List Of Requirements]
We would be honored if you’d be kind enough to add our award to your scholarship page [Scholarship Page URL].
Of course, we’re here to answer any questions you may have.
Thank you,
[Your Name]
7. HARO
HARO (short for Help a Reporter Out) এটা একটি চমৎকার উপায় ব্যাকলিংক পাওয়ার। যা অন্য যেকোন লিংক এর থেকে কম নয়।
হারো কি? উত্তরঃ হারো মূলত সাংবাদি্কদের একটা রিসোর্স সাইট, এখান থেকে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ নেয় এবং সেটার উপর আর্টিকেল পাব্লিশ করে থাকে অনেক ভাল অথোরিটি সাইট গুলোতে।
আর একজন মার্কেটার এর কাজ হলো- তথ্য দেওয়ার পাশাপাশি আমাদের লিংক দিয়ে দিলাম, আর সেই সাথে পেলাম অনেক কোয়ালিটি ব্যাকলিংক।
কিভাবে হারো কাজ করেঃ
১। হারো তে সাইন আপ করবেন।
২। প্রতিদিন রিপোটারদের থেকে ৩টা করে মেইল পাবেন।
৩। এবং যদি তার চাওয়ার সাথে আপনার তথ্যের মিল থাকে তাহলে তাকে আপনি রেস্পন্স করবেন এবং আপনার তথ্য তাকে দিবেন।
8. .Edu Resource Backlinks
আমারা ইতিমধ্যে জানি এডু ডোমেইন থেকে অনেক ভাল লিংক পাওয়া যায় এবং যা র্যাংকিং এ অনেক প্রভাব ফেলে।
এডূ সাইট এর ব্যাকলিংক অনেক ভাল কাজে করে,তাই আমি আমার সাইটে রিলেটেড ইভেন্ট ওপেন করি স্কলারশিপ এর জন্য- এবং সেই সাথে ওই সকল এডু সাইটে ইমেইল করি-
আমি তাদের স্কুল/কলেজের জন্য এটা অফার করব।
এক্ষেত্রে এই ইভেন্টে একটা প্রাইজবন্ড দিতে হবে, বিনিময়ে আমিও অনেক ভাল কিছু লিংক পাইলাম।
বেশীরভাগ বিশ্ববিদ্যালয়ে একটি রিসোর্স পেজ আছে, যেখানে তারা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে যা ছাত্রদের জন্য বিভিন্ন ইভেন্ট/স্ক্লারশিপ এর ব্যবস্থা করে।
এভাবে তাদের খুজে পেতে পারিঃ
site:.edu “your keyword”
site:.edu “your keyword” + “resources”
site:.edu: “your keyword” + inurl:links
site:.edu: “your keyword” + “other sites”
তাদের মধ্যে মাত্র 5-10% আসলে আপনার লিঙ্ক পোস্ট করবে। কিন্তু মনে রাখবেন যে এই লিঙ্কগুলির একটিই HUGE পার্থক্য করে দিতে পারে।
9. Submit Your Site to Website Feedback Sites
আপনার সাইটের লেআউট এবং ডিজাইন সম্পর্কিত সহায়তা পেতে TON নামক একটি সাইট রয়েছে।
এখানে একটি উদাহারন দেওয়া হলোঃ
আপনি দেখতে পাবেন , একটি চমৎকার dofollow লিঙ্ক আপনাকে দেওয়া হচ্ছে।
আপনাকে যা করতে হবে তা হল আপনার সাইটটি আপনি এটি উন্নত করতে চান তার একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে জমা দিন। এবং তার মাধ্যমে আপনি একটি দামি লিংক পেয়ে যাবেন।
10. The Moving Man Method
আমি বিগত কয়েকমাস ধরে একটি নতুন লিংক বিল্ডিং নিয়ে পরিক্ষা-নিরিক্ষা করেছি ,যার নাম (“The Moving Man Method”)
‘দ্যা মুভিং ম্যান পদ্ধতি’ এর সুবিধা পেতে হলে ৩টি সহজ স্টেপ ফলো করতে হচ্ছে।
- স্টেপ– ১ এমন সব সাইট খুজে বের করুন, যেই সাইট গুলোর নামে পরিবর্তন করা হয়েছে,সাইট বন্ধ আছে অথবা সরিয়ে নেওয়া হয়েছে।
- স্টেপ-২ পুরাতন পেজের সাথে লিঙ্কিং করা এমন সাইট খুজে বের করুন।
- স্টেপ-৩ তাদেরকে অবগত করুন তাদের আউটডেটেড লিংক এর ব্যাপারে।
কিভাবে দ্যা মুভিং ম্যান পদ্ধতি কাজে লাগাবেন?
৩ টি সহজ কোশলে আপনি আউটডেটেড লিংক খুজে বের করে কাজে লাগাতে পারেন।
১। আপনার রিলাভেন্ট সাইট গুলোর উপর নজর রাখুন, যেগুলা রি ব্যান্ড হচ্ছে বা নাম পরিবর্তন করছে।
সম্ভবত আপনি জানেন যে। মজ ব্যাবসায়িক ইতিহাসে প্রথম ছিলনা যাদের রি ব্যান্ড হচ্ছে।
এবং সেটা শেষ ও হবার নয়।
বস্তুত প্রতিদিন , অনেক প্রতিষ্ঠান তাদের নামে পরিবর্তন করছে নাহয় তাদের ডোমেইন সরিয়ে নিচ্ছে।
উদাহারন- আমি একটি দ্রুত পরিক্ষা চালিয়েছি একটি ‘হেলথ রিব্যান্ড’ এর উপর, PRWeb
[ অনেক প্রতিষ্টান প্রেস রিলিজের মাধ্যমে তারা তাদের নাম পরিবর্তন করতে চায় ]
এবং এই প্রেস রিলিজ পেয়েছিঃ
যথা সম্ভব নিশ্চিত যে, health center’ এর পুরাতন ইউআরএল এ Idaho.gov হতে একটি সুন্দর ডু-ফলো লিংক ছিল।
আপনি একই কৌশল গুগল নিউজ এর বেলাতেও করতে পারেন, উদাহারন সরূপ আমি একটি দ্রুত অনুসন্ধান চালিয়েছি গুগল নিউজ এর উপর, “rebrands as” এর জন্য।
ডজেন ডজেন বিজনেস পেয়েছি যারা তাদের রি ব্যান্ড করছে নাহলে তাদের ডোমেইন সরিয়ে নিচ্ছে। ইন্সুরেন্স। ফাইন্যান্স, টেকনোলোজি, মোবাইল সম্পর্কিত সাইট ও ছিলঃ
এবং মার্কেটিং নিসঃ
আপনি দেখতেও পাচ্ছেন কিভাবে, কিভাবে এই কৌশল ব্যবহার করে বিভিন্ন সাইটে ঢুকছেন ,এটা কোন ব্যাপার ই না।
২। সাইটের বৈশিষ্ট্য যেগুলো বিদ্যমান নেই সেগুলো খুজে পেতে সার্চ স্ট্রিং ব্যবহার করুনঃ
কখনো কখনো এক বা একাধিক কারনে কোন সাইট/ ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের সাইটের বৈশিষ্ট বন্ধ করে দেই। [যেমন গুগল সাম্প্রতিক তাদের গুগল রিডার অফ করে দিল]
এই বৈশিষ্ট গুলোর মধ্যে কিছু সত্যিই জনপ্রিয় ছিল তাদের পুনর্বিকাশে। যার মানে হলো- তারা অথরিটি সাইট হতে প্রচুর ব্যাকলিংক সঞ্চয় করেছে।
কিন্তু ঐ পেজটি ডিলেট করার পরিবর্তে যেটাতে সার্ভিস হোস্ট করা ছিল, ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলো “service no longer available” এই রকম পেজে করে রাখার প্রতি ঝোক থাকে।
যার অর্থ হলো-আপনি তাদের অনুসন্ধান করতে পারেন। এখানে কিছু সার্চ এর নমুনা দেখানো হলো যা আপনি ব্যবহার করতে পারবেনঃ
- “service not available”
- “page no longer exists”
- “this website is no longer updated”
- “this page is no longer updated”
- “no longer available”
- “website closed”
- “service no longer available”
এই টেকনিকটি কত সহজ এবং শক্তিশালি সেটা দেখানোর জন্য আমি ২ মিনিটের একটি সার্চ করলাম “this page no longer exists”ঃ
এবং PA47 সাইট টি পেয়েছি মিশিগান স্টেট ভার্সিটির।
এই পেজ এবং অন্যান্য যে পেজগুলো এর সাব ডোমেইনে ছিল সেগুলো নিচের সাইট গুলো হতে অথরিটি ব্যাকলিংক পেয়েছিলঃ
- Wikipedia
- About.com
- EPA.gov
- And a handful of authoritative .edu and .gov sites.
আবার বলছি। আপনি যখন ব্রোকেন লিংক চেকার দিয়ে চেচক করবেন আপনি দেখবেন সব গুলো কাজ করছে।
কিভাবে আপনি এই সকল আউটডেটেড উৎস থেকে এসইও ভ্যালু বের করে নিবেন?
পড়তে থাকুন তাহলে-
স্টেপ- ২ পুরাতন উৎস থেকে সাইট গুলোর লিংক খুজে বের করুন।
এই ধাপটি গুরুত্বপুর্নঃ
এখন আপনি একতা সাইট পেয়েছেন যেটা কিনা সম্প্রতি রিব্যান্ড হয়েছে অথবা আগের সাইট টি আর নেই।
এখনই সময় সেই পেজের সাথে করা লিংক গুলো খুজে বের করার।
শুধু আউটডেটেড রিসোর্স এর ইউ আর এল নিয়ে আপনার প্রছন্দের চেকার দিয়ে পরিক্ষা করুন, আমি এইচ্রেফ দিয়ে এভাবে করেছিঃ
এবং সেই পেজের সাথে করা সব গুলো ব্যাকলিংক এর লিস্ট এক্সেলশিট এ সংগ্রহ করুন।
আপনি যখন কাজট করে ফেলবেন ,তখন ফলপ্রসূ লিংক সুবিধা পুর্ন স্পেডশিট পেয়ে যাবেন।
যখন আপনি এই সুবিধা ট পাবেন। তখন দ্যা মুভিং ম্যান কাজে লাগাবেন।
স্টেপ :৩ এগিয়ে যাওয়া এবং লিংক পাওয়া।
আপনার শেষ ধাপ হবে ঐ আউটডেটেড লিংক এর সাথে যারা এখনো সুংযুক্ত আছে তাদের কাছে চলে যাওয়া। আপনাকে দ্রুত তাদেরকে তাদের লিংক এর কথা বলতে হবে এবং খুবই নম্র-ভদ্র, সুন্দর ভাবে সেইখানে আপনার সাইট লিংক বসাতে অনুরোধ করবেন।
আমি কিছু ভিন্ন ভিন্ন মেইল আউট্রিচ স্ক্রিপ্ট পরিক্ষা করেছি Moz/BlueGlass এর জন্য।
এখানে একটি দেওয়া হলো যেটা কিনা ভাল কাজ করছেঃ
এবং যেহেতু আমি তাদের জন্য ২ বার ভ্যালু এড করেছি, একবার তাদের আউটডেটেড লিংক নিয়ে জানিয়েছি এবং তাদের জন্য মুল্যবান লিংক দিতে পেরেছি।
11. Submit Your Site to Blog Aggregators
ব্লগ এগ্রিগেটরস বিভিন্ন কোয়ালিটি ব্লগ সাইট গুলোর লিস্ট করে থাকে,আলাদান আলাদাভাবে,এখানে একটি উদাহারন দেওয়া হলোঃ (Alltop)
আপনি ৩টি সহজ উপায়ে ব্লগ এগ্রিগেটরস হতে ডু-ফলো লিংক পেতে পারেনঃ
১। সাবমিট করুন আপনার সাইট।
২।আপনি আপনার সাইট অনার হিসাবে আপনার সাইটে একটি বিশেষ HTML কোড যোগ করুন।
৩।এবং অপেক্ষা করুন এগ্রিগেটরস থেকে কারও জন্য, এবং তাদের চোখে আপনার সাইট ভালকরে তুলে ধরুন।
যখন তারা এটা এপ্রোভ করবে তখন আপনি সেখান থেকে ডু-ফলো লিংক পাবেন। এটা অনেক সহজ কিছু ছিল.
12. Find Guest Posting Gigs on Twitter
আপনি এটা করতে পারেন মাত্র কয়েকঘন্টা সময় ব্যয় করার মাধ্যমেই, আপনি পেয়ে যাবেন গেস্ট পোস্ট গাইডলাইন।
এখানে সহজ উপায় হলো, আপনি খুব সহজেই সার্চ বার ব্যবহার করার মাধ্যমে গেস্ট পোস্টিং ব্লগ গুলো পেয়ে যাবেন।
আপনি দেখতেই পাচ্ছেন তারা তাদের গেস্ট পোস্টগুলো টুউটারে পোস্ট করেছে, এবং এটা নিয়মিত করা উচিত।
আপনি এভাবে টুউটার সার্চ করতে পারেনঃ
“your niche” + guest post
“your niche” + guest author
“your niche” + write for us
“your niche” + guest article
13. Scoop It
ব্যাকলিংক পাওয়ার অন্যতম মাধ্যম হলো Scoop It,
এটা আমার পছন্দগুলোর মধ্যে অন্যতম একটি, এখান থেকে ১ মিনিটের মধ্যে আমি একতা লিংক নিয়ে নিতে পারি।
এটা এমন একটা যায়গা যেখানে লোকেরা তাদের লেখাগুলোকে ম্যাগাজিন আকারে প্রকাশ করে থাকে এবং সেগুলো থেকে মুল্যবান লিংক পেয়ে থাকে।
এখানে একটি উদাহারন দেওয়া হলোঃ
অনেক লোকের ব্যক্তিগত Scoop একাউন্টের অনেক অনুসারী থেকে থাকে এবং তার পোস্ট গুলো সবার সামনে চলে আসে, এবং বুঝতেই পারছেন সবার সামনে লিংকটি পৌছে গেল।
এবং এখানে আপনি মেসেজ প্রদান করার মাধ্যমে আপনার কনটেন্ট সম্পর্কে তাদের জানাতে পারেন, আশা করা যায় ৫০% মানুষ আপনার মেসেজ এর জবাব দিয়ে থাকবে।
14. Broken Link Building
দ্যা মুভিং ম্যান পদধতি আরে এটা একইরকম, আমরা আমাদের প্রয়োজনীয় ব্রোকেন লিংকগুলো খুজে পেতে আমাদের নিস রিলেটেড সাইট গুলাতে খুজতে থাকব।
এবং যদি আমাদের নিস ফিটনেস নিয়ে থাকত তাহলে এভাবে সার্চ স্ট্রিং ব্যবহার করতামঃ
“fitness” + “resource page”
“fitness” + “resources”
“fitness” + “recommended sites”
“fitness” + “links”
এবং খুজে পাওয়া সাইট গুলো এমনঃ
এখন আমাদের কাজ হলো সাইট অনারদের কাছে মেইল করা, আপনি খুব সহজেই গুগল করম এক্সটেনশন এর মাধ্যমে খুজে পেতে পারেন Check My Links.
সাইট অনারকে যেভাবে মেইল করা লাগবেঃ
Hi [Site Owner Name],
I was just browsing around your resources page today, and among the lists of great resources, were some broken links.
Here’s a few of them:
[URL 1]
[URL 2]
[URL 3]
Oh, and I have a website, [Your Website], that also regularly posts quality content related to whatever. If you think so too, feel free to post a link to it on your resources page.
Either
way
I hope this helps and keep up the good work!
Thanks,
[Your Name]
15. Infographics
আমাদের মধ্যে প্রায় সবারই জানা আছে এসইও এর ইনফোগ্রাফিক এর বিষয়ে, কিন্তু আমি কিভাবে অনেক সহজভাবে লিংকবিল্ডিং কৌশলটি সম্পুর্ন করা যায় সেতা বলছি।
অনেকেই মনে করেন ইনফোগ্রাফিক অনেক কঠিন এবং ব্যয়সাধ্য ব্যপারগুলোর মধ্যে একটি।
আপনি ২৫০$ এর মধ্যে মার্কেটপ্লেস হতে অনেক ভাল ডিজাইন করিয়ে নিতে পারবেন, তবে অবশ্যই ডিজাইন ইউনিক হতে হবে। তবে এই কাজটা আপনি নিজেও করতে পারেন Piktochart এর মাধ্যমে।
আপনার প্রথম কাজ হলোঃ
১। ইনফোগ্রাফিক সাইট গুলোতে শেয়ার করা, যেমন-
২। আপনার নিস রিলেটেড ব্লগারদের কাছে পৌছান তাদেরকে পোস্তাব করেন আপনার ইনফোগ্রাফিক টি পাব্লিশ করার জন্য এবং তাদের বলেন আপনি তাদের জন্য একটি ইউনিক আর্টিকেল প্রদান করবেন।
আমি এভাবে ১০০+ হাই কোয়ালিটি সাইট হতে ব্যাকলিংক পেয়েছি।
16. The Skyscraper Technique
এই কৌশল ৩টি ধাপে সম্পুর্ন হয়ে থাকে- এটির ব্যাকলিংক পদধতি রকেট এর মত কাজ করে থাকে তাই এমন নামকরন।
যে ৩ টি পদধতি রয়েছেঃ
· Find link-worthy content-ভাল কনটেন্ট খুজুন।
· Make something even better- ভাল কিছু করার চেস্টা করেন।
· Reach out to the right people- সঠিক গন্তব্যে পৌছান।
বিস্তারিতঃ http://backlinko.com/skyscraper-technique
17. Google+ Profile
আপনারা কি জানেন গুগল-প্লাস প্রোফাইল কন্টেক্সুয়াল লিংক অনুমতি দেই এবং ডূ-ফলো লিংক দিয়ে থাকে?
আপনাকে এই ডু-ফলো লিংক দেখতে হলে অবশ্যই সাইন-আউট করতে হবে L অদ্ভুত হলেও এটাই সত্য।
উদাহারন হিসাবে এটা দেখেনঃ
আপনি গুগল প্লাস প্রোফাইল এর মাধমে একটি শক্তিশালী লিংক পেতে পারেন।
Now It’s Your Turn
এখন আপনার পালা, এই শক্তিশালী কৌশলগুলো প্রয়োগ করার সময় এখন।
Article Source: http://backlinko.com/17-untapped-backlink-sources
ব্যাকলিংক সম্পর্কে চমৎকার কিছু তথ্য পেলাম